দাপুটে ধর্মাচরণ
-আবুল হাসমত আলী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
বসে থেকে দিন চলে যায়,
জীবনে তাই বৈচিত্র নাই
বড্ড লাগে একঘেয়ে;
ভেবে ভেবে অলস মনে,
আসছে কত কথা কানে,
শুনছি তা লোকের মুখে।
তা বলে কি ভাবছ নাকি?
যা বলছি তা শুধুই মেকি?
মোটেও না তা বলছি ভাই;
সবকিছুর তো নিদর্শন পাই_
এখন মোরা হাতের মুঠোয়,
সবার হাতে সেটা রয়।
অনেক হলো ধানাই পানায়,
আসি এখন আসল কথায়_
মনে যা সুপ্ত আছে;
চুল কাটতে মেশিন লাগে,
বুল ডোজার চাই বাড়ি ভাঙতে,
অস্ত্র, ধর্মের মিছিলে।
উৎসবেতে জড়াজড়ি,
খুশি মনে গড়াগড়ি_
সে সব তো অনেক হলো;
পুরানো সেই প্রথা আর নয়,
দলে দলে আমরা সবাই
কোলাহল করি চলো।
মোদের কীর্তি দেখবে সবাই,
সুরাহার পথ খুঁজে না পাই,
সমাজ সচেতনের দল;
কারণ তারা দুর্বল অতি,
সাহসের যে আছে ঘাটতি,
নেই যে তাদের মনোবল।
একেবারে নেই বলাটা_
ঠিক হচ্ছেনা বলছি সেটা,
দেখায় তারা মস্তানি;
প্রেমিক যুগল গল্প করলে,
নদীর ধারে গাছের তলে,
তারাই দেবে শাসানি।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।