আঙ্গুল তুলবে কার সাধ্য?
-আবুল হাসমত আলী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
বহমান জলধারা থাকে খুব স্বচ্ছ,
স্রোতস্বিনী নদীগুলি হয় না অস্বচ্ছ।
ব্যস্ততাপূর্ণ জীবন হয় মধুময়,
কর্মে পরিপূর্ণ থাকা হচ্ছে গৌরবময়।
সেই সাথে আলোচনা থাকাটাও দরকার,
আমজনতা কিংবা হোক সে কোন সরকার।
আলোচনা বলতে জানি, ভালো-মন্দ কথা,
ভালো-মন্দ কথা আনে জ্ঞানী গুণী জ্যাঠা।
তাতে দোষ আছে নাকি মোদের সমাজে?
যত আলোচনা হবে সমাজ বদলাবে।
তাই কোন জ্ঞানী ব্যক্তি যদি কিছু বলে,
তার কণ্ঠ রোধ করা কখনো কি চলে?
ক্ষমতাশালীরা এটা চায় চিরকাল,
পরনিন্দা করবে তারা সকাল বিকাল।
তাদের দিকে আঙ্গুল তুলবে? কার সাধ্য?
হাজার দোষ থাকলেও তো তারা মান্যগণ্য।
কিন্তু সময়ের স্রোত সেটা ধরে রাখবে,
তাদের সে অহংকার ধ্বংস হয়ে যাবে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।