চাষী বৌয়ের ব্যথা
-গৌর গোপাল পাল
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
বোশেখ গিয়ে জ্যৈষ্ঠ এলো
নতুন বছর ঢুকে!
জীবনটা তাই এলোমেলো
নেইকো চাষী সুখে!!
ঝড়-বৃষ্টিই সবই নষ্ট
পড়ল ফসল ঝরে!
করকাপাতে চাষীর কষ্ট
সেই দুখে সে মরে!!
ভাবেনা কেউ চাষীর কথা
তার বুকে কি দুখ!
তাতেই চাষীর বাড়ে ব্যথা
নেইকো মনে সুখ!!
চাষী বৌয়ের মনের দুঃখ
মনের মাঝে কাঁদে!
ভিতরটা তাই সদাই রুক্ষ
আটকে থাকে ফাঁদে!!
কেউ বোঝেনা ব্যথা তারই
বোঝে কেবল চাষী!
জীবনটা তাই সদাই ভারি
নেইকো মুখে হাসি!!
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি গৌর গোপাল পাল, জন্ম- ১৩৬০ বঙ্গাব্দের ১৩ই ফাল্গুন( সরকারিভাবে ২৭.০৩.১৯৫৫ ) গোবিন্দপুর গ্রামে। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরের বাসিন্দা। পিতা- দুকড়ি পাল, মাতা- ফুলেশ্বরী পাল। দেশ-বিদেশে অফ-অনলাইন মিলিয়ে সাত-আটশো পত্র-পত্রিকায় লেখালিখি। আকাশবাণী কলকাতা কেন্দ্রর অনুমোদিত গীতিকার ভারত সরকারের সঙ্গীত-নাটক বিভাগ ও রাজ্য সরকারের তথ্যও সংস্কৃতি দপ্তরেরও গান লিখেছেন।
শান্তিনিকেতন বেতার থেকে কথিকা ও মুর্শিদাবাদ বেতার কেন্দ্র থেকে স্বরচিত কবিতাও পাঠ করেছেন। বেসরকারি ভাবে নানা পুরস্কার ও সম্মানে সম্মানিত শ্রীপাল ১৯৯১ সালে পঃবঃ বিজ্ঞান মঞ্চ আয়োজিত রাজ্যস্তরে গানের কথা প্রতিযোগিতায় রাজ্যস্তরে প্রথম হন। সেই গানগুলি রাজ্য ও কেন্দ্র সরকারের আর্থিক সহায়তায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে ক্যাসেটকৃত করে স্বপ্লমূল্যে বিতরণ করা হয়। ইতিমধ্যে কিছু গান কিছু কথা ১ম ও ২য় খণ্ড, ছন্দে ভরা দাদুর ছড়া, লাভপুর ও কীর্ণারের কথা, অট্টহাস লাভপুর,স্বপ্নের সোনালী দিন,ছড়া মঞ্জরি, দিগন্তে বলাক ও ঢেউ সাগরে শিরোনামে নয় খানি গ্রন্থ ও প্রকাশিত হয়েছে। অফলাইন ছাড়াও অনলাইনে লেখালিখির সুবাদে দেশ-বিদেশ মিলিয়ে হাজার তিনেক শংসা পত্রও জমা হয়েছে ভাঁড়ারে।