জটিল পরিস্থিতি
-আবুল হাসমত আলী
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কত গেল কত এলো
এখন হলো মোদের ভালো,
হাতে পেয়ে সবকিছু;
এখন মোরা আত্মহারা
হয়ে করি কুস্তিগির,
বাকিরা দাঁড়াই পিছু।
মোদের দেখে তারাও শেখে,
কেমন করে কিসের তরে
আমরা থাকি স্ফূর্তিতে;
কিন্তু সেথা নেইকো ছাতা,
দাঁড়াবে তার জায়গা কোথা?
তাই হাঁটে ভিন্ন পথে।
পথ দেখিয়ে, সব শিখিয়ে,
উৎকোচ নিলাম, অনেক খেলাম
সেই কাজের বিনিময়ে;
কাজ পেয়ে তো গদগদ,
তাদের হাসি রাশি রাশি
বাড়তি রসদ পেয়ে।
ভাবছো কথা বলছি যাতা?
এ কথার যে মানে আছে,
ভাবলে তা পাবে খুঁজে;
বার্তা পেয়ে, মুখ শুকিয়ে,
ভিমরি খেয়ে, চোখ পাকিয়ে
তাকাই যে ফ্যাল ফেলিয়ে।
সব হারিয়ে দুঃখ পেয়ে,
কান্না করে জ্বলে পুড়ে,
উৎকোচ তারা ফেরৎ চায়;
আমরা বলি_ ধীরে চলি,
সমস্যার চাই সমাধান ভাই,
পাবো যে উপায় নিশ্চয়।
এমনি করে পরি সরে,
ঘুড়ি আমি নামিদামি
ঝাঁ চকচকে কারে;
সময় গড়ায়, আমরা সবাই
ভীষণ ডরায়, এখন উপায়?
কাটাই হল্লা করে।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।