মুখোশধারী
-কাজী খলিলুর রহমান
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
চোখের যত দোষ বলতে নন্দ ঘোষ
ডাকছে সর্বনাশ গলায় দিয়ে ফাঁস ,
ফেলিয়া চোখের জল করিসনা ছল
অন্তরে বিষের জ্বাল মুখে মধুর ঢল।
অভিনয় টা শিখেছ ভালো সুনিপুণ
ভালো না রেখে ভালো থাক দিগুন,
খোঁজ রাখ ক্ষতি করার প্রয়োজনে
দেখাও সাধু সেজে যত বিয়োজনে।
মুখোশের আড়ালে লুকাও ঘৃণ্যতা
পাপীষ্ট হৃদয় জুড়ে যত কার্পন্যতা,
কখনো চাহেনা ভালো অন্যের তরে
যতো পূর্ণতা তুলে নেয় নিজের ঘরে।
অভিলাষী মন কখনো মানে না বারন
নিষ্প্রয়োজন তবু আদিক্ষেতার মরণ,
যত অসহায় নিভৃতে কাঁদে সারাক্ষণ
কেহ নাই দেখার হলে তবে প্রয়োজন
হোক না সে বন্ধু আত্মীয় স্বজন
সহিষ্ণুতায় কাড়ে অহেতুক মরণ ,
হৃদয়ের মনিকোঠায় সে প্রিয়জন
তবে কেন বৃথা ভবের আয়োজন।
দেখছে চোখ হাঁটছে পা
শুনছে কান বলছে মুখ যা তা
আয়না হয়ে বন্ধু সবে চল না
নয়তো ভবে দেখবে নিরব কান্না।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কাজী খলিলুর রহমান, পিতা আব্দুর রশিদ, সাং ও পোস্টঃ- মাটশিয়া, উপজেলাঃ- ঝিকরগাছা, জেলাঃ- যশোর