সমাজ জীবনে ছন্দ চাই
-আবুল হাসমত আলী
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
দিচ্ছে মনে কত উঁকি,
সেসব কথা বলবো নাকি_
অনেকের বিরুদ্ধাচারণ করে?
না বললে তো বদলাবে না_
মোদের হেতা জীবনযাত্রা,
তাই বলছি শোনো কানটি ভরে।
কথা যাদের বিরুদ্ধে যায়,
তারা আমার তো শত্রু নয়,
তবে জানতে হবে কারণগুলো_
মোদের মাথায় হাত বুলিয়ে,
অন্ধকারে রেখে দিয়ে,
তোমাদের তো স্বার্থসিদ্ধি হল।
প্রায় ৫ হাজার বছর ধরে,
দূরভিসন্ধি তোমরা করে,
মোদের রাখলে যে বঞ্চিত করে;
এখন মোরা শিক্ষা পেয়ে_
বলছি কথা যুক্তি দিয়ে,
পারবে না এ কথা ফেলতে ছুড়ে।
তবু তোমরা গায়ের জোরে,
রেগে আসো তেড়ে ফুরে,
কারণ তোমাদের যুগ শেষ হয়েছে;
শেষ হলেই বা_ তোমরা সেটা
না মেনে তো বলবে কথা,
কারণ পায়ের তলার মাটি সরছে।
বন্ধুগণ আর বাক-বিতণ্ডা,
করে কাজ কি? কাসর ঘন্টা_
বাজিয়ে সবাই করি আনন্দ;
সমস্ত ভেদ উচ্ছন্নে যাক,
উঁচু নিচু সব নিপাত যাক,
সমাজ জীবনে চাই মধুর ছন্দ।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশি।