রথযাত্রা

-ইন্দিরা দত্ত

∞∞∞∞∞∞∞∞∞∞

চারিদিকে লোকারণ্য আনন্দিত সবে,

রথযাত্রার খুশি নিয়ে ফিরে এলো ভবে।

মহামিলনের সেতু সাগরের ডাকে,

আষাঢ়ে রথের মেলা অপেক্ষাতে থাকে।

জগন্নাথ মাহাত্ম্য যে অতীতের ধারা,

শান্তিপুর ইস্কনেতে জাগিয়েছে সাড়া।

রথে চড়ে জগন্নাথ যাবে মাসি বাড়ি,

উল্টো রথে ফিরিবেন তিনি হাসি হাসি।

এই অনুষ্ঠান হয় রথ যাত্রা নামে,

উড়িষ্যার নীলাচল নামে পুণ্য ধামে।

পাপি তাপি উদ্ধারিতে প্রভু দেন মুক্তি,

ঝিনুক ভিতরে মুক্তো যথা রয় শুক্তি।

ভক্তিভরে জগন্নাথে চন্দনেতে পুঁজি,

বিশ্ব মাঝে শান্তি রবে এইটুকু খুঁজি।

রথ ‘পরে বসে থাকে জগন্নাথ প্রভু,

সব কিছু তারি হাতে ভুলো নাকো কভু।

শিশুদের মজা দেখি দড়ি ধরে টানা,

হৈ চৈ হুল্লোড়ের নেই কোন মানা!

দোকানী পসরা নিয়ে বসে হাসিমুখে,

দড়ি টেনে পুণ্য নিয়ে ফিরে যায় সুখে।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

আমি ইন্দিরা দত্ত একজন গৃহবধূ ও গৃহ শিক্ষিকা। পড়তে ও লিখতে আমার ভীষণ ভালো লাগে।। তাই কলম ধরা। এছাড়া নাচ,গান, আবৃত্তি, বাগান করা আমার নেশা। পিতার নাম – ঈশ্বর শ্যামসুন্দর বিশ্বাস মায়ের নাম- শ্রীমতি বীণাপাণি বিশ্বাস স্বামীর নাম – উৎপল দত্ত

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*