অর্থের তাগিদ
-সঞ্জয় টুডু
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
অর্থ ব্যতীত জীবন ছন্নছাড়া,
উপার্জন করতে সবার তাড়া।
অতিবাহিত নাহি হয় একদিন,
প্রয়োজনের তাগিদে নিতে লাগে ঋণ।
নিত্য দ্রব্য সবই অর্থের বিনিময়ে,
চাহিদা মেটাতে হয় শ্রম দিয়ে।
রোজগারের আশায় দিন রাত খাটে,
তবুও অভাব যায় না মিটে।
অর্থ মানুষের সম্পর্ক বাড়ায়,
সুসম্পর্ক নষ্টের তারই যত দায়।
আয়ের জন্য মানুষ কি না করে,
তবুও কারো মন নাহি ভরে।
সব কিছু করতে রাজি,
এমনকি জীবনকে রাখতে পারে বাজি।
আয়ের অসংখ্য পথ,
যদি সৎ হয়,কেও করতে পারে না রোধ।
দ্রব্য মূল্য যখনই বাড়ে,
আছড়ে পড়ে কিন্তু সকলের ঘাড়ে।
টাকা থাকলে সবই সম্ভব,
জীবনের স্বপ্ন হয় বাস্তব।
ধনী,দরিদ্র,মধ্যবিত্ত কর্মে নিমজ্জিত,
কেউ থেমে নেই, পেতেই যে হবে,
প্রতীক্ষার সেরা ঐ স্বাচ্ছন্দ্য মূহুর্ত।
থাকুক যতই পকেটে,
পিছু ছাড়ে না, টাকার পিছনেই ছুটে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি ঃ-
উত্তরদিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত নাকোল গ্ৰামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ও বিভিন্ন বিষয়ে লেখা লেখি করেন। ‘সৃষ্টির খোঁজে’ ম্যাগাজিনে প্রকাশিত প্রথম কবিতার নাম’নীরব বৃক্ষ’।