দাঁতের ব্যথা
-আশীষ খীসা
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
দাঁতের ব্যথা বড় জ্বালা
কি যে অসহ্য যন্ত্রণা,
যার হয় সে বুঝে তার বেদনা
তাই করো না যে কামনা।
দাঁতের ক্ষয় রোগ থেকে হয়
সাধারণতঃ দাঁতের ব্যথা,
যে ভোগে সেই একমাত্র বুঝে
অভোগী বুঝেনা সেটা।
দাঁতের ব্যথা বেশি হলে
কিছুই যে ভালো লাগে না,
অসহ্য যন্ত্রণাায় কাতর হয়ে
মনে আনন্দ জাগে না।
দাঁতের তীব্র জ্বালা-যন্ত্রণায়
সর্বাঙ্গ দেহ করে ছটফট,
দাঁতের মাড়ি করে টনটন
হয়না বন্ধ ব্যথা ঝটপট।
খাওয়া যায় না তেমন মাংস
খেলেও কষ্টে খেতে হয়,
দাঁতের ব্যথা কখন যে হয়
মনে লাগে শুধু যে ভয়।
ক্ষয় হয়ে যাওয়া গর্তে
মাংসের টুকরা লেগে থাকলে,
ব্যথা করে বেশি বেশি
দাঁতের মাড়ি যদি পাকলে।
দাঁতের ব্যথা নির্মূল করতে
ফিলিং করতে হবে দাঁতকে,
তখন মাংস ও শাক-সবজি
থাকবে না আর দাঁতে আটকে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
সংক্ষিপ্ত কবি পরিচিতি :
কবি আশীষ খীসা ,পিতা – বিনয় কান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর। গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি।তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বর্তমান কর্মস্থল – আলীকদম উপজেলা, জেলা বান্দরবান পার্বত্য জেলা। তাঁর যৌথ কাব্যগ্রন্থ ১৬টি। তিনি একাধারে কবি,সাহিত্যিক,গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সহিত জড়িত আছেন। তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পিচ এ্যাওয়ার্ড- ২০২৩ ও শিক্ষায় বিশেষ অবদানে জন্য নেতাজী সুবাষ চন্দ্র বসু পিচ এ্যাওয়ার্ড -২০২৩ সম্মানে ভূষিত হন।