অস্তিত্বের বদল

-বিজয়া মিশ্র

∞∞∞∞∞∞∞∞∞∞

মুঠোফোন দিয়ে হয়না এখন কাজ

স্মার্টফোন চাই প্রত্যহ দিনযাপনে,

এগিয়ে চলেছি প্রকৃতির বিপরীতে

নানা প্রলোভন বাড়ছে দিনে দিনে।

সময়ের সাথে শুধু তার বনিবনা

মানুষ এগিয়ে চলেছে কী উৎসাহে!

কানো গুঁজে রাখা কী সমস্ত উপাদানে

পরিনামহীন জীবনধারার প্রবাহে।

সুদূর সহজে কাছে পেয়ে খুব খুশি

আয়োজন কত রকমের প্রাণঢালা

একে একে নতুন নতুন আ্যপে

মোবাইল বিচিত্র রঙ্গশালা।

মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা

নিয়ন্ত্রিত হচ্ছে স্মার্টফোনে,

কানের যন্ত্রপাতিতে সে তরঙ্গ

মস্তিষ্কের সুক্ষ্মতায় প্রভাব আনে।

শ্রবণক্ষমতায় ব্যবহৃত যন্ত্রেরা

অতিক্রিয়াশীল হেডফোনের প্রভাবে

কর্ণকুহরের নিজস্ব শৃঙ্খলায়

বদলের ফল নানা ক্ষতি উদ্ভবে।

মস্তিষ্কের অসংখ্য নিয়ন্ত্রনে

কত রকমের বদল ঘটছে কে জানে

ক্ষতিটা অনেক ধীরে ধীরে ধরা পড়ে

চোখ,স্নায়ু ,শরীরের নানা স্থানে।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:

আমি বিজয়া মিশ্র। আদি নিবাস পূর্ব মেদিনীপুরের একটি গ্ৰামে। গ্ৰাম্য উন্মুক্ত পরিবেশের বৈচিত্র্য মাঝে আমার বেড়ে ওঠা, লেখাপড়া এবং লেখালেখির সূত্রপাত ।স্কুল শেষ ক’রে কলেজ, বাংলা বিভাগে স্নাতক( মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় থেকে),জুনিয়র বেসিক ট্রেনিং-সরিষা রামকৃষ্ণ মিশন থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এড, এবং অন্যান্য কিছু ডিপ্লোমা, ডিগ্ৰী ও সোস্যাল স্টাডিজ নিয়ে পড়াশুনা, মেডিকেল এরিয়ায় শিক্ষিকা ও অন্যান্য পদে অন্ততঃ পনের বছর অতিবাহিত ক’রে বর্তমানে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা এবং কলকাতার যাদবপুরে বসবাস করি।নমস্কার, ধন্যবাদ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*