পত্র বিষয়ক কথন

-গণেশ পাল

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

আর পত্রাদি লেখা হয় না —–

ইচ্ছারা কি আরদ্ধ ?

অতিশয় ভেতরে ঢূকে ইচ্ছার

অনুমতি নিতে চেষ্টা করি যদি —

তবে মন প্রবর্তন রীতি-অনুসারে

সম্পূর্ণরূপে অবধার্য , প্রপঞ্চিত ।

মনের কথা বলা না বলাতো

প্রাগৈতিহাসিক প্রখরতা ।

মনের পরিসরে পত্রের বিস্তার

যতই আলোচ্য বিষয় হোক

তবু পত্র প্রাপকের ঠিকানা

যেন ইদানিং

পত্র লেখকের ঠিকানায়

প্রত্যাগত হয় ।

ইচ্ছারা বাধ্য হয়ে সম্মতি দিলেও

পত্রাদি লেখা হয় না আর ।

কারণ

কোন্ সে আবেগ ঘোরে

কথার বলয় ছিঁড়ে দিতে ?

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি :

কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল। জন্ম ও জন্মস্থান : ০২ জুলাই,১৯৫০ সালে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় জন্মগ্রহণ করেছি । শিক্ষা : ১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাস করেছি । কর্মজীবন : ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি । লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি । আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি :- ১ টি কাব্যগ্রন্থ , ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস । যৌথকাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ১০ টি । এখন অনেকগ্রন্থ অপ্রকাশিত রয়েছে ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*