ঝড়াপাতা

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

পথ চলা প্রায় শেষ

ক্লান্তির অবসাদ চোখে মুখে

বহে

দেহের ভিতরে দহন।

এতকাল কূল ভাঙ্গা নদী

শাসন করিছে কেবা

আমাতে আমিত্ত্ব নেই, আমি যেন এক

ঝড়াপাতা।

ফাগুনের দার বন্ধ হয়েছে

ফুটবে না ফুল,

তবু কেন জানি বৃথা চেষ্টা

এই অসময়ে।

চোখ মেলে দেখি নদী পারে

তরী বাঁধা।

আগে যারা ছিল চলে গেছে তারা

পরের জন ও নেই মাঝে আমি একা।

পথ চলা প্রায় শেষ

ক্লান্তির অবসাদ চোখে মুখে

কে বুঝিবে

দেহের ভিতরে দহন।

যে’ ছিল পরমা সেও যেন আজ

মিলাতে বসেছে

বহে দেহের ভিতরে দহন আমি যেন এক

ঝড়াপাতা।

পালাবার পথ নেই অবসাদে বুঝি

যেতে হবে তরা

তরী নিয়ে ওপারে

আমি যেন এক ঝড়াপাতা।

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

মীর সেকান্দার আলী খোকা, (প্লাটুন কমান্ডার) ১ আনসার ব্যাটালিয়ন, মন্দির পাড়া,ঠাকুরগাঁও সদর।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*