দেখেছো কি তারে
-মাই ফেয়ার চৌধুরী
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
দেখেছো কি তারে সমুদ্রের কিনারায়?
যেথায় মুক্তা ঝিনুক ভেসে বেড়ায়।
দেখেছো নদী সমুদ্রের মিলন মোহনায়
স্রোতের ঢেউয়ের জল তরঙ্গ খেলায়।
শুনিতো আমি সমুদ্রের গর্জন বিলায়!
বাঁধভাঙ্গা তীরে খোলস পরে রয় সেথায়।
দেখেছো কি শালবনে পাখিদের মেলায়?
নাকি আহত ডানা হারা পাখি কাতরায়!
দেখেছো সবুজের সমারোহে সবুজ পাতায়?
দেখিতো ঝরাপাতা মর্ম কত সুর বেদনায়!
দেখেছো কি নীলগিরির পাহাড়ী চূড়ায়?
যেথায় নীল আকাশ দিগন্ত সীমানায়।
আমিতো দেখি বিরহী জল ঝর্ণার কান্নায়!
দেখেছো কি ব্যস্ত রঙিন শহরের শিরিশ তলায়?
নব উৎসবে উল্লাসে ফাগুনী মেলায়,
হায়,এখানেও হারানো স্মৃতি খুঁজে বেড়ায়।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
মাই ফেয়ার চৌধুরী, আগ্রাবাদ-চট্টগ্রাম, বাংলাদেশ।