হিংসার পরিণাম
-শিবানী সাহা
∼∼∼∼∼∼∼∼∼∼∼
হিংসার পরিণতি ভালো নয়
আঁধার ডেকে আনে,
প্রতিনিয়ত নিজের অন্তর জ্বলে
সেটা সবাই জানে।
তবুও মানুষ হিংসা করে
পরের উন্নতি দেখে,
হিংসাই ধ্বংস ডেকে আনে
ক’জনই সেটা শেখে।
হিংসা ডেকে আনছে প্রতিহিংসা
আপন হচ্ছে পর ,
প্রতিহিংসার ক্রোধানলে হচ্ছে ক্ষতি
ভাঙছে কত ঘর।
চারিদিকে চলছে আজ দেখি
শুধু হিংসার নীতি,
অকারণে ঝরছে কত রক্ত
প্রাণে জাগছে ভীতি।
কারো ভালো কেউ চায় না
হিংসায় ভরা মন,
হিংসা ভুলে অহিংসার পথে
সঁপে দাও জীবন।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা। আমি একজন সাধারণ গৃহবধূ। বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করি। ছোট থেকে বড় হয়ে ওঠা উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। স্কুল ও কলেজের পড়াশোনা সেখানেই। কবিতা লিখতে পড়তে ভালোবাসি। সংসারে অবসর সময় কবিতা নিয়ে কেটে যায়।