জীবন যৌবন
-আশীষ খীসা
≅≅≅≅≅≅≅≅≅≅≅
জীবন যৌবন গেছে চলে
নেই আর আগের মতো সাধ,
তারুণ্যের রস গেছে বসে
বয়স হয়েছে এখন বাঁধ।
কুঁজো দেহ বিষাদে মন
ভাবে কতো অতীত কথা,
স্মৃতিগুলো ডানা মেলে
উড়ে বেড়ায় যে অযথা।
ডানাগুলো হয়ে গেছে
অনেক দিনের যে পুরনো,
কতো স্মৃতি রয়ে গেছে
হৃদয়ের মণিকোঠায় লুকোনো।
দূর্বল চিত্তে খেলে খেলা
হয় যে শুধু পরাজিত,
নিষ্ঠুর ভাগ্য বাঁধ যে সাজে
শত্রু বেশে অবধারিত।
শেষ হয়না তবু রংতামাশা
খেলে লুকোচুরি খেলা,
জীবন যৌবন বয়ে গেছে
স্রোতের মতো নেই আর বেলা।
চুপটি করে থাকো এবার
তুমি ঘরে বন্দী একলা,
অসময়ে করোনা আর তুমি
সৃষ্টি একটুও যে জটলা।
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি :
কবি আশীষ খীসা,পিতা – বিনয় কান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর। স্থায়ী ঠিকানা-গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি,জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড. (১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন। তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বর্তমান কর্মস্থল – আলীকদম উপজেলা,জেলা বান্দরবান পার্বত্য জেলা। তাঁর যৌথ কাব্যগ্রন্থ ১৬টি। তিনি একাধারে কবি,সাহিত্যিক,ছড়াকার,গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন,ম্যাগাজিন ও পত্রিকার সাথে জড়িত আছেন। তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য এ যাবত প্রায় চার হাজার সম্মাননা সনদ অর্জন করেছেন।তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারতের কলকাতা থেকে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পিচ এ্যাওয়ার্ড-২০২৩ ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য নেতাজী সুবাষ চন্দ্র বসু পিচ এ্যাওয়ার্ড-২০২৩ সম্মাননা পদক পান।