মন্দ মনের ভালো বাসা
-শান্তি পদ মাহান্তী
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
ডালপালা সব ছেঁটে নেড়া
বউ পিরিতে দিলেম বেড়া,
কিসের বাঁধন নাড়ি ছেঁড়া
বউ পুষেছে আমায় ভেড়া।
বেড়ার ভিতর আপন বাসা
আপন নিয়ে আছি খাসা,
বউ জেনেছে সুখের ভাষা
সুখ কিনেছে বিলাস ঠাসা।
বিচ্ছেদে বাস অহংকারে
কেউ ঘেঁষেনা বেড়ার ধারে,
কার দুটি চোখ বেড়ার পারে
ম্লান মুখে বাপ উঁকি মারে।
রোজ দুপুরে ভাতের পাতে
জল বয়ে যায় বুকের খাতে,
বিছার কামড় নিঝুম রাতে
ঘুম নামে না আঁখির পাতে।
তাল কেটেছে প্রাণের ছন্দ
বিবেক জুড়ে বিষম দ্বন্দ্ব,
পচা আত্মার গুমোট গন্ধ
সুখ সুবাসে হয় কি বন্ধ!
মুখ যে মায়ের মনে পড়ে
ঘর কেঁপে যায় মনের ঝড়ে,
বউকে বোঝাই কেমন করে
মা’র মমতাই জীবন গড়ে।
দাম দিয়ে টান ভালোবাসা
মায়ের আমার স্বপ্ন আশা,
ঘর পেয়েছি পিরিত ঠাসা
মন্দ মনের ভালো বাসা।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
আমি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।পেশায় একজন শিক্ষক।কবিতা পড়তে ও লিখতে ভালোবাসি।আমার কোনো একক কাবগ্ৰন্থ এখনো প্রকাশিত হয় নি।তবে সন্মিলিত ভাবে দুটি কাব্যগ্ৰন্থ প্রকাশিত হয়েছে।