জবর খবর
-পীতবাস মণ্ডল
∞∞∞∞∞∞∞∞∞∞
আজব দেশের গুজব রীতি
চলছে রে ভাই অনাচার ,
কলুর বলদ টানছে ঘানি
চতুর্দিকে গণ্ড মুর্খের ব্যাভিচার ।
গরীব হেথায় মর্যাদা হীন
অনৈতিকতার চলছে লড়াই ,
নিহত যত নিষ্পাপ সরল
পাপিষ্ট’রা দেয় এ ওর দোহাই ।
উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে
মার কাটারী ক্ষমতার দখল ,
অপরাধের হয় না বিচার
অনিষ্টকারী সুনিশ্চিত থাকছে বহাল ।
প্রভাবশালী বেকসুর খালাস
আইন চলছে তার ইশারায় ,
দোষীরা কেউ পায় না সাজা
ন্যায়নীতি সব উল্টো ধারায় ।
বোকার হদ্য যত ভুখার পিতা
সম্বল তার ভিক্ষার ঝুলি ,
যোগ্য যারা অবহেলার পাপস
অসার দেহীর মুখে প্রতিশ্রুতির বুলি ।
সাধুর বেশে হয় চৌর্যবৃত্তি সাধন
যত সব ভণ্ড যগীর কারবার ,
এখানে লণ্ড ভণ্ড শায়ত্ত শাসন
নিয়তি ওদের ব্যক্তিগত কারাগার ।
‘ক’ লিখতে কলম ভাঙে ওরা
তবুও ছল চাতুরীতে চতুর বেশ ,
দেশদ্রোহীরা সেবক রূপী ধুর্ত শেয়াল
ওদের জ্বালায় জ্বলছে সারাদেশ ।
ভুক্তোভুগি তুমি আমি ভুগছি যারা
দশ’এর ভালোয় হাপিত্যেশী আপ্রাণ ,
সবার স্বপ্ন ওরা করছে হরণ
মিথ্যাচারে সিদ্ধহস্ত ভদ্রবেশি শয়তান ।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি :
নাম – পীতবাস মণ্ডল , পিতা – স্বর্গীয় বিষ্ণুপদ মণ্ডল , মাতা – মালতি মণ্ডল । উত্তর ২৪ পরগনা জেলার- যোগেশ গঞ্জ গ্ৰাম নিবাস । এক দরিদ্র পরিবারে জন্ম । পেশায় একজন দিনমজুর , ছাত্র জীবন থেকেই সাহিত্যের প্রতি অগাধ একনিষ্ঠতা।পাঠকের পরিতৃপ্তি কে পাথেয় করে কিঞ্চিত প্রচেষ্টার প্রয়াস ।