বেকারত্ব
-মানস দেব
∼∼∼∼∼∼∼∼∼∼∼
বেকারের হিসেব হয় না
শিক্ষিতের পাতায় ,
বেকারের হিসেব হয় কেবল
কর্মের খাতায় ।
পাড়ার প্রতিটি মোড়ে মোড়ে
বেকারের সারি ,
কর্মের তীব্রতর অভাবে খোঁজে
জীবনের তরী ।
কেউ বলে , ” নিজের পায়ে দাঁড়াতে
ভাজো তেলেভাজা ” ,
পাড়ায় শত-শত তেলেভাজার দোকানে
খদ্দের পেতে দিশেহারা ।
কেউ বলে , ” এসব ব্যবসা ছেড়ে
করো ঠিকেদারি ” ,
একখানা কাজ জোগাড় করতে
মুখে গজায় পাঁকা দাড়ি ।
কি হবে , বেকার যুবক-যুবতীদের
ভাবে নাক নেতা – মন্ত্রী ,
রাস্তায় দাঁড়িয়ে করলে প্রতিবাদ
বলে , ” এরা বড়ো ষড়যন্ত্রী । “
অনেক খেলা , অনেক মেলা
চলছে দিবা-নিশি ,
তবু কেন খোলেনা বেকারদের
ভাগ্যের তালা খানি ?
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি –
ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার খিদিরপুর গ্রামে জন্ম । পেশায় উচ্চমাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। শিক্ষকতা সূত্রে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নিবাসী । দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত । প্রথম কাব্যগ্রন্থ ” অনুভব “।