উন্নয়নের মানবতা
-অনিল কুমার পাল
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
নৈতিকতা মানবতা আজ কত দূরে
দানবতা ভর করেছে সমাজ জুড়ে।
আক্রান্ত আজ যুবসমাজ অবক্ষয় মাদকতায়
পারিবারিক শিষ্টাচার উত্তরণের একমাত্র উপায়।
আর নয় সময় সমাজকে বদলায় সর্বস্তরে,
সমাজ সংসারে কতনা মানুষ অনাহারে।
মৌলিক চাহিদা নাগরিক সুবিধা বঞ্চিত করে
আনন্দ উল্লাসে ধনীরা আসে নৌবিহারে।
শিক্ষিত বেকারের সংখ্যা অগণিত সমাজে
কর্মসংস্থানের অভাবে লিপ্ত অসামাজিক কাজে
দ্রব্যমূল্যর ঊর্ধগতি স্বল্প আয়ের মানুষের উঠেছে নাভিশ্বাসে,
সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকটে দ্রব্যমূল্য উর্ধশ্বাসে।
পুঁজিবাদী পুঁজি নিয়ে ব্যস্ত গরিব হচ্ছে সর্বশ্রান্ত,
উৎপাদন মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষক ক্লান্ত।
কৃষক পায়না ন্যায্য মূল্য নিজের থাকে যখন,
ব্যবসায়ীর হাতে গেলে দাম বাড়ে তখন।
কৃষি বিপ্লবের পাশাপাশি শিল্প বিপ্লব ঘটাতে হবে, জনসংখ্যাকে মানব সম্পদের পরিণত তবে।
দেশের প্রবৃদ্ধি বাড়বে বহুগুণে তর তর উন্নয়ন,
ধাবিত হবে দেশ শিল্পবিপ্লব হবে তখন।
অসাধুপায়ে সম্পদ না করি বৃদ্ধি দেশের উন্নয়নের তরে,
শিল্পকারখানা বেকারত্ব দূরে উন্নয়ন ত্বরান্বিত সর্বস্তরে।
সরকারের শামিল বুদ্ধিজীবী পেশাজীবী সর্বস্তরের জনগণ,
একনিষ্ঠতা উন্নয়নের গতিধারা ফিরবে প্রজাতন্ত্রের প্রজাগন।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজপদ পাল, মাতা মৃত রেনু বালা পাল। তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে (বাংলাদেশ) ১০ জানুয়ারি ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি একটি বিশেষায়িত ব্যাংকে অডিটর হিসাবে কর্মরত আছেন, তাঁর বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে। অবসরে তিনি লেখা লেখি করে থাকেন।