এলাম সাতে

-সুজিত শর্মা বিশ্বাস

∞∞∞∞∞∞∞∞∞∞∞

ছয়টা বছর পার করে আজ

এলাম আমি সাতে,

কতো গুণী বন্ধু স্বজন

ছিলেন আমার সাথে।

গল্প ছড়া কি কবিতা

ভরে লেখার ভান্ড,

সাত পেরিয়ে তাকাই পিছে

ভাবছি কি যে কান্ড।

অনেক স্মৃতি অনেক কথা

জাগে আমার মনে,

বাঁধার প্রাচীর ছিল যে মোর

সকল ক্ষণে ক্ষণে।

সেই সে দিনে ছিলেন যারা

মনের মাঝে দুখী,

আজকে দেখি হাসছে তারা

তারাও মনে সুখী।

এমনি করেই যেন পারি

হাজার বছর চলতে,

সামনে যত আসবে বাধা

পারি পায়ে দলতে।

∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

সুজিত শর্মা বিশ্বাস, বহরমপুর জেলা – মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*