আমি কবিতার পাতা বলছি
-আবুল হাসমত আলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
আমি কবিতার পাতা বয়স আমার ছয়,
লেখালেখির মাধ্যমে আছে মোর পরিচয়।
আমি হিংসা দূর করে বাঁধতে চাই মানবেরে,
তারা যেন মিলেমিশে বাস করে দাঙ্গা ছেড়ে।
গ্রাম নয় জেলা নয় নয় রাষ্ট্র পরিচয়,
মানুষের পরিচয় যেন বিশ্বব্যাপী হয়।
সেথা শুধু মানবতা হবে প্রধান বিষয়,
সেথা শান্তির বরফে লোভ যেন নিভে যায়।
আমি সেই শান্তিকামী মানুষকে খুঁজে বেড়ায়,
যারা উদারতা দ্বারা শুভ কর্মে ব্রতী হয়।
শান্তির বনভূমিতে যারা আগুন দিয়েছে,
আমি বদ্ধপরিকর সেই আগুন নেভাতে।
যুগে যুগে দূত আসে মোদের ভব সংসারে,
ভালোবাসা ও শান্তির বাণী ছড়ানোর তরে।
তবু ইউরেনিয়ামের চারিদিকে ছড়াছড়ি,
আকাশে যুদ্ধবিমান করে খুব ঘোরাঘুরি।
শিশু যারা বাইরে আসে দেখে কৌতূহল ভরে,
বিমানগুলো কিরকম চক্রাকারে ঘোরে ফেরে।
খাদ্যের প্যাকেট পড়বে বলে অনেকে দাঁড়ায়,
কিছু বোঝে না, এসব কঙ্কালদের বোঝা যায়।
সাম্রাজ্যবাদীর দল এসব কঙ্কাল গড়ে,
মোর পরিবার সদা তার প্রতিবাদ করে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশি।