চাঁদে যাবার বাসনা
-পুষ্পিকা সমাদ্দার
♥♥♥♥♥♥♥♥♥♥♥
বহুদূরে বসে থাকা ঐ
চাঁদের দেশে,
কতকিছু ভেবে ফেলি
মনের আবেশে।
সেথায় আছে পাহাড় পর্বত
বনানীতে ঘেরা,
গোপেনে যেতে চাই সেথায়
চাঁদ যে সবার সেরা।
চন্দ্রযানে চাঁদের দেশে পাড়ি
দিতে নেই মানা,
চাঁদের ঘরেও আছে প্রাণ
সকলের এটা কী জানা?
আশা পূরণের তরে চাঁদে
যাবার বাসনা,
দৃঢ়চেতা হলে হবে পূরণ
মনের সকল কামনা।
মনে মনে এই সংকল্প চাঁদকে
একবার ছুঁতেই হবে,
রূপ মাধুর্য ভরা এমন সোনার
চাঁদ কোথায় তুমি পাবে?
♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি –:
আমি পুষ্পিকা সমাদ্দার সামান্য গৃহবধূ কলকাতার নাকতলা নিবাসী,সাহিত্য পছন্দ করি তাই কাজের ফাঁকে কলম হাতে মনের অব্যক্ত কথা লেখনী মাধ্যমে প্রকাশ করি, শৈশব কেটেছে ডুয়ার্সের মালবাজার অঞ্চলে, ওখানে স্কুল,কলেজ তারপর দীর্ঘ ১৫ বছর বিবাহ সূত্রে কলকাতায় বাস। বর্তমানে ছোট্ট একটা প্রতিষ্ঠানের সাথে নিযুক্ত হয়ে সমাজ সেবামূলক কাজ কর্ম করে করছি।