অবহেলিত প্রকৃতি
-সঞ্জয় টুডু
≈≈≈≈≈≈≈≈≈≈≈
মাটিঃ এই মাটিতে চাষ আবাদ
এই মাটিই খাস,
হেথা ছাড়া নেই কোথাও
মানব জাতির বাস।
জলবৃষ্টিঃ জল ছাড়া তো বাঁচে না কেও
অপচয় করো রোধ,
বৃষ্টি ছাড়া ফসল হবে না
কবে জাগবে বোধ।
সূর্যের তাপঃ তাপের ওপর নির্ভরশীল সবুজ প্রকৃতি
ধ্বংস করো বন্ধ,
তাপ প্রবাহ বাড়তেই আছে
চোখ থাকতেও অন্ধ!
গাছপালা ও প্রকৃতিঃ প্রকৃতির সবুজায়নই খাদ্য
যোগায়
আর করো না বিনাশ,
ভারসাম্য রক্ষা করে
বাঁচায় সবার নিঃশ্বাস।
বায়ুঃ বায়ু ব্যতীত রক্ষা নেই
তবুও এত অবহেলা,
নির্বিচারে দূষণ করে
জীবন নিয়ে করো যে খেলা।
পৃথিবীঃ সব প্রাণীর আশ্রয়স্থল
এই পৃথিবীর বুকে,
ভোগ-বিলাস ও লোভের নেশায়
ধ্বংসলীলা চালায় ধরণীর লোকে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি ঃ-
উত্তরদিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত নাকোল গ্ৰামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে লেখা লেখি করেন। ‘সৃষ্টির খোঁজে’ ম্যাগাজিনে প্রকাশিত প্রথম কবিতার নাম’নীরব বৃক্ষ’।