ছাগশিশু

-শ্যামল কুমার মিশ্র

≈≈≈≈≈≈≈≈≈≈≈

নাটমন্দির লোকে লোকারণ্য

আলোয় আলোকিত দিগন্ত

মুন্ডমালিনীর গলায় যেন রক্তের স্রোত

বিস্ফারিত নয়নে চেয়ে থাকে নান্টু…

ধীরে ধীরে রাত্রি গভীর হয়

নাটমন্দির এখন সুনসান

পট্টবস্ত্র পরিহিত পুরোহিত মন্ত্রোচ্চারণ করে চলেছেন

রাত্রির মধ্যযামে ডাক পাড়েন পুরোহিত—

নান্টু!এবার আন…

নান্টু উঠে দাঁড়ায়

চেনা নান্টু যেন কোথায় হারিয়ে যায়

দুহাতে খড়্গটা তুলে নেয়

এই ক্ষণে যেন নান্টু কেমন হয়ে যায়

হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে ছোট্ট রিমির মুখ

রিমির মুখটা ধীরে ধীরে হারিয়ে যায় যূপকাষ্ঠে রাখা ছাগশিশুর মুখে

দুচোখ জলে ভরে ওঠে নান্টুর

ছোট্ট রিমি বাবার গলা জড়িয়ে ধরেছে

নান্টুর হাত কেঁপে ওঠে

কাঁসর ঘন্টায় চারিদিক ভরে ওঠে

ধীরে ধীরে বসে পড়ে নান্টু…

দালান থেকে নেমে আসেন জমিদারমশাই

হাত রাখেন নান্টুর পিঠে

‘আমায় মাফ করুন কত্তা, এ আমি পারবু নি’…

অর্গল মুক্ত করা হয় ছাগশিশুটিকে

জমিদারমশাই ঘোষণা করেন–

প্রাণ দিতে না পারলে,প্রাণ নিই কি করে?

দেবীর দুচোখে নেমে আসে জলের ধারা

ভগবান কাঁদে ভক্ত সনে

অনন্তের পথে হারিয়ে যায় ব্যথার সে সুর…

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

সাহিত্যকে ভালোবেসে কিছু লেখার চেষ্টা। কখনো তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে। পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত প্রান্তে আমার জন্ম। গ্রামবাংলার মেঠোপথে কেটেছে শৈশব। তারপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে।রামকৃষ্ণ মিশনে তা এক ভিন্ন মাত্রা পায়। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। বিদ্যাসাগর রিসার্চ সেন্টার আয়োজিত বিদ্যাসাগর প্রবন্ধ প্রতিযোগিতায় দুবার বিদ্যাসাগরের দৌহিত্র শ্রদ্ধেয় সন্তোষ কুমার অধিকারীর হাত থেকে পুরস্কার গ্রহণের সৌভাগ্য হয়েছে। শিক্ষকতাকে ভালোবেসে প্রায় ৩৪ টা বছর কেটে গেছে। প্রধান শিক্ষক হিসেবে অন্যতম প্রাপ্তি “দ্রোণাচার্য্য” পুরস্কার। ভালো লাগে পড়তে, লিখতে আর মানুষের মাঝে সময় কাটাতে। আর তাই সৃষ্টি “মনীষী চর্চা কেন্দ্রের” যা মানুষের মধ্যে বিজ্ঞান ভিত্তিক মনন গড়ে তুলতে সদা সচেষ্ট। সাহিত্যের মাঝে বুক ভরে শ্বাস নেওয়াতেই আমার আনন্দ …

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*