শ্বাসরুদ্ধ পৃথিবী

-আবু সাঈদ হোসেন

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

পৃথিবীর মিনতি কোন না কোন প্রান্ত থেকে আসে,

সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে।

মানবের দ্বারে দ্বারে কাকতি মিনতি সুরে,

অন্ধকার আচ্ছন্ন মেঘে ঢাকা পৃথিবীর।

হয় উওর মেরু দক্ষিণ মেরু পূর্ব কিংবা পশ্চিম মেরু থেকে,

মানবের মাঝে কলহ বিবেদ।

স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার করে,

মাথায় হেলমেট পরিহিত পায়ে বুট এক দল বাহিনী।

মানবের অধিকার কেড়ে নিয়ে,

শত- শত হাজার- হাজার মৃত্যু দেহে শকুনিরা গেছে ছেয়ে ,

পৃথিবীর বুকে মানবের আর্তনাদে কম্পিত পৃথিবী,

আগুনের লেলিহান শিখার মত এক এক জনের চোখ।

রক্ত উদধি বিষ অন্তরে ক্ষণে ক্ষণে শিহরণ জাগে,

দৈত্য সেনার মিথ্যার অত্যাচারে নিপীড়িত।

আজ মানব সমাজ শ্বাসরুদ্ধ পৃথিবী,

শাশ্বত দানবের বন্দি শালায়।

বজ্র কণ্ঠে মেতে ওঠে পৃথিবী‌ অত্যাচারে,

স্বর্গ হতে করুণ বেদনার বিহ্বল মানবের আর্তনাদে।

পৃথিবীর বুকে থেকে ঝরে পরে সহস্র প্রাণ তাজা রক্তে, ভেসে যাবে পৃথিবী রক্ত নদী ,

মৃত্যুঞ্জয়ী হব আমি কারারুদ্ধ পৃথিবী।

খুলে দেব সব তাবৎ সংকীর্ণতা অন্তিম কালো রাত্রি,

অস্ত্রের উল্লাসে ডাকছে পৃথিবী ধূসর পাণ্ডুলিপি।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি :-

কবি আবু সাঈদ হোসেন পিতা:-বশির আহমেদ, মাতা:- গোলশান বেগম, ২৫ অক্টোবর ১৯৯৬ সালে বরিশাল বিভাগের ভোলা জেলা দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা গ্রামে জন্ম।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*