ভালোবাসার অপ্সরা হয়ে

-মোঃ হাসানুজ্জামান

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

আমি চাই খুউব জোর একটা ঝড় উঠুক,

ভালোবাসার সুন্দর পৃথিবী জুড়ে তুমুল ঝড়।

যে ঝড়ে সব কিছু এলোমেলো হবে,

লন্ড ভন্ড হবে,তছনছ হয়ে যাবে।

আমি শুধু তোমাকে বুকের মাঝে জড়িয়ে,

বিশ্বাস ভরসা ভালোবাসায় আঁকড়ে ধরে,

সব প্রতিকূল বাঁধা অতিক্রম করে,

শান্তির ঠিকানা খুঁজে নেবো।

শীতল দেহ মন উষ্ণতায় ভরে উঠবে,

মরিয়া হয়ে উঠবে লবনাক্ত জলের স্বাদ পেতে।

তোমার হৃদয়ে গড়ে উঠা যত্ন আর ভালোবাসায়,

আমি খুশির জোয়ারে ভেসে যাবো।

আমার অনুমান শক্তি খুব যে প্রখর তা নয়,

কিন্তু যতুটুকু উপলব্দি করতে পারি–

তাতে এটুকু অন্তত বুঝতে পারি,

তুমি কতোটা ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল।

আবেগ টাবেগ তোমার হয়তো খুব একটা আসে না,

কিন্তু তুমি একটি বিশ্বাসী মন আর বিশুদ্ধ ভালোবাসা চাও।

আমি তোমার সোজাসাপ্টা কথা গুলো,

ভনিতা না করা,হেয়ালী না করা খুব পছন্দ করি।

আমি চাই –

আমার মতো তুমি ও উচ্ছাস ভরা হৃদয় নিয়ে,

পায়রার মতো ভালোবাসার নীল আকাশে উড়ো,

ইচ্ছে গুলো ইচ্ছে হয়ে না থেকে পূরণ হোক।

আমি চাই-

হাজার হাজার বছর বেঁচে থাকো

সুখ স্বপ্ন হাসি আনন্দ বাস্তবতায় মিশে,

কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার অপ্সরা হয়ে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

পরিচিতিঃ

নামঃ মোঃ হাসানুজ্জামান, জন্মঃ ০১-০৩-১৯৮৪ইং, পেশাঃ প্রভাষক ( ভূগোল ও পরিবেশ ), গ্রামঃ রাধাকান্তপুর, পোস্টঃ বেরিলা বাড়ি, থানাঃ লালপুর, জেলাঃ নাটোর, বিভাগঃ রাজশাহী।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*