জীবন্ত জীবাশ্ম
-পীতবাস মণ্ডল
∞∞∞∞∞∞∞∞∞∞
প্রতিদিন স্বপ্নের মৃত্যু হয় আধপোড়া
বেওয়ারিশ দগ্ধ লাশের মিছিলে ।
অন্তিম ইচ্ছার হয় না সৎকার , প্রতিভা স্বীকৃতি
খোঁজে মর্গের লাশকাটা ঘরে শুয়ে ।
মুষ্টিমেয় কিছু বন্যেরা অহেতুক চিৎকার করে –
বলে আমরা করবো নির্বিকারে রাজ ।
শান্তির নগ্ন শরীরটা নির্বিঘ্নে খুবলে খায়
একদল রুচি-বোধহীন ক্ষুধার্ত নীতিভ্রষ্টেরা ,
সৌখিন চিলে কোঠার ঝুল বারান্দায় বসে
নির্লজ্জের ন্যায় করে বিশ্বাস চুরির শলাপরামর্শ ।
অস্তিত্বের ভয়ে মানবতা করে আত্মসমর্পণ ,
প্রসূতি মায়ের চিন্তায় অশনিসংকেতের আভাস
ভেবে তার সদ্যজাতকের দুর্বিসহ পরিনাম ।
ধর্ষিতার চোখের জলে প্রতিনিয়ত লেখা হয়
নতুন সংবিধানের আধুনিক খসড়া ।
পরিসেবার ধরন দেখে দুনয়নের অশ্রু মুছে
জন্মদাতা তল্পিতে গুছিয়ে নেয় পারের কড়ি ।
কৃষকের লাঙলের ফলায় দুশ্চিন্তার বলিরেখা
আদর্শ ঘুমায় ফুটপাতে তাঁবুর নীচে মাথা গুঁজে ।
পরাভয়ের গ্লানীতে জর্জরিত বেদুইন জীবন
স্বপ্নের জাল বোনে ব্যথার বাঁধনে ।
প্রতিবাদ জমা থাকে বুকের পাঁজরে
দানবের অতিষ্টে পুড়ে মরার আশঙ্কায় ।
সবলের আখড়ায় কুৎসার বাহবা শুনি
দুর্বল শুধুই ধ্বংসের স্তূপে “জীবন্ত জীবাশ্ম”
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি –
নাম পীতবাস মণ্ডল, জন্ম – 04.06.82 । পেশায় দরিদ্র দিনমজুর । সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত গ্ৰাম্য পরিবেশে নিদারুণ অস্বচ্ছলতায় বেড়ে ওঠা এক অনামি পথিক আমি। সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর কাব্য সাথীদের সহানুভূতি পেতে কিঞ্চত প্রয়াস মাত্র ।