হৃদয়ে রবীন্দ্রনাথ

-সত্যজ্যোতি রুদ্র

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

বাংলা এখন সন্ন্যাসী

ঘর -বাড়ি ছেড়েছে

ছেড়েছে লোকালয়,প্রিয়জন আরও কত কী!

গঙ্গার স্রোতে ভেসে নিয়ে গেছে

দূর হিমালয়ের পাদদেশে,

নীরব -নিথর হয়ে যোগীর ধ্যানে মগ্ন,

ভালোবাসার কথাগুলো এখন

বিকৃত ভাষা ও সুরের দাসী,

চেতনায়, নাড়ীর স্পন্দনে তেমন করে আর নাড়ায় না,

সেই কবে থেকেই বাঙালি

রবীন্দ্রনাথ পড়েছে — জেনেছে

কী আবেদন! কী কথকথা!

কী কাব্যকলা,কী অমরগাথা!

অথচ অধুনা বাঙালি

আশ্চর্য প্রদীপের নীচে অন্ধকার জগতের রূপরেখা টেনেছে!

হে কবি!

তোমাকে এড়িয়ে যাবে সে সাধ্য কার?

তুমি যখন হদাকাশের উজ্জ্বল ধ্রুবতারা,

তোমারে কি রুধিতে পারে

যে জন সর্বহারা -ছন্দহারা?

তুমি তো মনোবীণার তারে সুর বেঁধেছো

তুমি কেমন করে গান করো হে গুণী!

শ্রাবণের ধারার মতো

অজস্র রূপ-রস -গন্ধে ঝরে পড়ো

দেবালয়ে বিমূর্ত উপস্থিতিতে,

তুমি ভিখারী নও — সন্ন্যাসী নও,

তুমিই বিশ্বজনীন

তুমিই সর্বজনীন ; প্রেরণার উৎস।

তোমাকে হারাতে চাই না

তোমাতেই হারিয়ে যেতে চাই

আনন্দলোকের প্রতিটি আবেগীয় লহরীতে।।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

পরিচিতি —

সত্যজ্যোতি রুদ্র, সহকারী শিক্ষক

চকরিয়া, কক্সবাজার

কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার

বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*