পদ্মার বুকে চর
-মীর সেকান্দার আলী খোকা
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
পদ্মার বুকে চর
কাঁদে মা- গঙ্গাদেবী
কাঁদে সরস্বতী ,কাঁদে মা লক্ষী
কাঁদে দুর্গা
কাঁদে বিশ্ব-কর্মা
কাঁদে তেত্রিশ কোটি দেবতা।
পদ্মার বুকে চর,
মাথা নুয়ে লজ্জায় বিলাপি
দেবতার দল
বলে,
মোরা অধর্মের তরে নয় ,
ধর্মের তরে
মোরা মানুষের তরে।
পদ্মার বুকে চর
কাঁদে তেত্রিশ কোটি দেবতা
কাঁদে না মানুষের হৃদয়।
ধর্ম কি জানে না -বোঝে না মানুষ ,
পুঁজি দেবতারে
পুঁজি গির্জা ও মসজিদে তারে
অথচ সে’ মহান বসে আছে
মানুষের কাবা ঘরে।
পদ্মার বুকে চর
কাঁদে মা- গঙ্গাদেবী
কাঁদে তেত্রিশ কোটি দেবতা ,
জুলুম অন্যায় যাহা অধর্ম তাই
ন্যায় মানবতা যাহা ধর্ম তাই ,
পুঁজো-খুঁজো এ’দু’য়েই দেবতারে
জাগবে না চর পদ্মায়।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবিতাটির সৃষ্টিকাল : ৩০-০৭-২০২৩ ইং
মীর সেকান্দার আলী খোকা
(প্লাটুন কমান্ডার)১ নং আনসার ব্যাটালিয়ন
মন্দির পাড়া,ঠাকুরগাঁও সদর,ঠাকুরগাঁও।