পেলাম সুত্র বহ্মপুত্র
-মোঃ রজব আলী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
পেলাম সুত্র ব্রহ্মপুত্র
নদীর তীরে মেলা,
প্রেমিকজনে খুশি মনে
ভাসায় প্রেমের ভেলা।
প্রেমিক যারা সবাই তারা
যাচ্ছে সেথায় চলে,
দর্শক কত শত শত
যাচ্ছে দলে দলে।
মনের রঙ্গে জল তরঙ্গে
ভাসায় প্রেমিক দেহ,
নদীর জলে ভেসে চলে
সাঁতার কাটছে কেহ।
ধরাধরি গড়াগড়ি
ডুব ডুবানো খেলা,
দলে দলে প্রণয় চলে
বয়ে যাচ্ছে বেলা।
আমি দাসী কুলবিনাশী
বসে রইলাম ঘরে,
আমার মনে সর্বক্ষণে
উথাল পাথাল করে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতিঃ
মোঃ রজব আলী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টিলা গাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মোঃ শুকুর আলী মোড়ল এবং মাতার নাম মোছাঃ সুবেতারা বেগম। তিনি ১৯৫৭ সালে ৫ই ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি টিলা গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে টেংরা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী শেষ করে দর্গা পাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি দেওয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন করছিলেন। হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে জেনারেল ওসমানী হাসপাতালে তিন মাস ভর্তি ছিলেন। ভালো হওয়ার পর জানতে পালেন। ডাক্তার সাহেব নাকি নিশেধ করছেন। লেখা পড়া করলে মাথায় চাপ পড়লে আবার এ রোগ দেখা দিতে পারে।এর পর এখানেই শিক্ষা জীবন সমাপ্ত। মোবাইল নং ০১৭৪৯-৭৭৪২৫৬