পেছনে দেয়াল আছে
-রানা জামান
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
নখ খুঁটতে খুঁটতে কখন আঙ্গুল খাচ্ছি অনুভবে নেই
চারিদিকে শুধু হায়েনার নৃত্য
শুনি ভাঙনের শব্দ অনিবার নদীর নিগড়ে
পাড়ের স্থায়িত্ব কেমন ভঙ্গুর হারাচ্ছে সলিলে
ভেসে যায় বাসা কত নিরীহের
এই যে ভয়াল ঘুর্ণি ঝড়ো নৃত্যে উড়াচ্ছে গাঁয়ের
ঘাসের চাতাল ইঁদুরের দাঁতে অহোরাত্র কুট
মেঘের মিনারে জল না থাকায় ক্ষয়ে যাচ্ছে ক্ষণে
সাদা মেঘ গর্জে নিস্ফল নিস্প্রভ কালেভদ্রে
কোনো হাতে কব্জি নেই, নেই বজ্রমুঠো
কর্তৃত্ববাদের খড়গে নিস্প্রাণ হচ্ছে প্রতিক্ষণে বর্ধিঞ্চু বিটপ
চর পড়ে গিয়ে পলির আকালে বিস্তীর্ণ বিরান
কেউ হতে চাইলে ক্যাক্টাস সমূলে উপড়ে জলোচ্ছ্বাসে
ড্রাগনের জিভ বেড়ে যাচ্ছে শুধু বাড়ছে অবিরাম
পুড়ছে স্বস্তি মূল থেকে শিরে
বৃদ্ধাঙ্গুলে ক্ষত আপন দাঁতের ব্যথাহীন ঝরে রক্ত
রক্ত ঝরে প্রতিপলে ঝরতে থাক
থামে না দাঁতের জেদ সেকেন্ডও কখনো না
তর্জনীর জাদু কেমন জেনেছে বিশ্ব একাত্তরে
পেছনে দেয়াল আছে কোথাও না কোথাও আছেই।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
লেখক পরিচিতি-
মোঃ সামছুজ্জামান ভূইয়া অতিরিক্ত সচিব হিসেবে ২০১৯-এ অবসরে গিয়েছেন। রানা জামান নামে লেখালেখি করছেন। প্রথম কবিতার বই-এর প্রকাশ ১৯৯৯ খৃস্টাব্দে। এ পর্যন্ত ৯৭টি বই বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। নিজ জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ। লেখকের উল্লেখযোগ্য বই:
ক) ছোটগল্প: ক্রীড়নক, পুষি বেড়ালের বিদ্রোহ,
খ) অণুগল্প: অল্প কথার গল্প-১ ও ২
গ) কাব্য: তোমার নয়ন কাকচক্ষু জল(সনেট),
ঘ)উপন্যাস:বৃক্ষমানব; রোবো সক্রেটিস,
ঙ) ছড়া: ছোটদের-আগডুম বাগডুম, জল পড়ে পাতা নড়ে, ইত্যাদি; বড়দের-ছায়া চুষে কায়া, একান্ত শিশিরগুলো,
চ) মুক্তিযুদ্ধ ভিত্তিক: ছোটগল্প-একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প
উপন্যাস-গেরিলা, উত্তাল একাত্তর, মুক্তিযোদ্ধারা কখনো হারে না,
ছ) ছোটদের বই: ভূতের কাণ্ডকারখানা, পোড়োবাড়ির ভূত,
জ) ইংরেজি: Lost Love Twinkle Busta Rhymes