শিক্ষাই জাতির মেরুদন্ড

-শান্তি দাস

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

শিশুর শিক্ষা পরিবারে মা প্রথম শিক্ষক তার,

সুশিক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হলে নিতে পারবে দায়িত্ব ভার ।

শিক্ষিত হলেই চলবে না তাকে আচরণ শিখতে হবে,

বড় বড় কথা বলে আমি শিক্ষিত ভণ্ডামী নয় তবে।

শিক্ষিত হবার মূল উদ্দেশ্য হলো মনুষ্যত্ব বোধের সৃষ্টি,

নৈতিক উদ্দেশ্যর মান রাখতে লাগবে পরিবারের দৃষ্টি ।

নেপোলিয়ান এর বাণী থেকে আমরা শিক্ষা নেবো,

বলেছিলেন “তুমি আমাকে শিক্ষিত মা দাও তোমাকে শিক্ষিত জাতি দেবো।

নিজের সুপ্ত প্রতিভাবান জাগ্রত করতে লাগবে গুরুজনের দীক্ষা,

পরিবার পরিজন বাবা মা তারাই দেবে তোমাকে প্রকৃত শিক্ষা।

সুশিক্ষায় যদি সাজিয়ে তোল অন্ধকারে জ্বলবে আলো,

বিবেককে জাগ্রত করো সুনাগরিক হও দূর হয়ে যাবে সব কালো।

জ্ঞানের আলো জ্বালিয়ে দ্যুতি ছড়িয়ে তবেই হবে মানুষ,

সুশিক্ষায় শিক্ষিত হলে তবেই জাগবে বিবেকের হুশ।

জীবনের প্রতিটা সূর্যোদয় থেকে হয় শিক্ষার সূচনা,

দিনের প্রতিটা সূর্যাস্তের মাঝে আছে শিক্ষার বর্ননা।

জ্ঞানের ভান্ডার দেবে তোমাকে নুতন পথের সন্ধান,

বইয়ের মধ্যেই পাবে নিজের সমৃদ্ধতর সুন্দর জীবন ।

শিক্ষা জাতির মেরুদন্ড প্রবাদ বাক্য তাহাই বলে,

সুশিক্ষায় শিক্ষিত না হলে মেরুদন্ড হীণ তাহাকেই বলে।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

শান্তি দাস, যোগ্যতা-এম এ এডুকেশন (কল্যাণী বিশ্ববিদ্যালয় ), নদীয়া, পেশা-শিক্ষকতা, সরকারি বিদ্যালয়ে বিষয় শিক্ষিকা আগরতলা,খোয়াই জাম্বুরা, খোয়াই, ত্রিপুরা

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*