টাকা
-মানস দেব
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
টাকা আছে যার ঘরে
সেই নাকি মহা সুখী,
বাস্তব খুঁজিয়া দেখি
সেই যে বড়ো দুখী !
টাকা নেই যার ঘরে
আছে বড়ো শান্তি,
গতর খাটিয়ে উপার্জিত টাকা
দূর করে ক্লান্তি ।
টাকার মোহে সমস্ত দিন
যে ঘোরে হেথা- হোথা,
টাকার গদিতে শুয়েও ভাবে
কই! সুখ আসে কোথা ?
সর্বদা টাকা টাকা না করে
খুশি থাকো অল্পে ,
সমস্ত শরীর থাকবে সুস্থ
জীবন কাটালে মধুর গল্পে ।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি –
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম । বর্তমানে উচ্চমাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। শিক্ষকতা সূত্রে রায়গঞ্জ নিবাসী । প্রথম কাব্যগ্রন্থ ” অনুভব “।