অভাব

-সঞ্জয় টুডু

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

চাওয়া পাওয়ার এই দুনিয়ায়,

অভাব রয়ে যায়।

যত পায়,তত চায়,

পূরণ করা মহা দায়।

রয়েছে সবার ঘরে ঘরে,

পাওয়ার নেশায় সবাই নড়বড়ে।

যতই থাকুক প্রাণভরে,

মনের ইচ্ছা মেটে না তারে।

একটা পেলে আরেকটার আশা জাগে,

হাতটা পাতে আগে ভাগে।

পাই নি এমন বহু আছে,

ছুটছে তারা পিছে পিছে।

ভাবছে মনে সর্বক্ষনে

একটি পেলেই জীবন বাঁচে,

পুড়ছে তারা দিবারাত্রি

দুঃখ-কষ্ট ও স্বপ্নের আঁচে।

সব সংসারে অভাব আছে,

মাথার ঘাম পায়ে বয়ছে।

ভরে না মন,টিকে না ধন,

একদিকে আগমন তো অপরদিকে বিসর্জন।

রাশির পিছনে কত জনগণ,

রাখতে পারে কয়জন।

বিনা পরিশ্রমে আসে না কাছে,

অল্প সময়ে যাওয়ার রাস্তা খোঁজে।

সত্যিই প্রতিটি মানুষ

কোনো না কোনোভাবে অভাবি,

সর্বশক্তিমানের নিকট

তাদের নানা রকমের দাবি।।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি ঃ-

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত নাকোল গ্ৰামে জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে লেখা লেখি করেন। ‘সৃষ্টির খোঁজে’ ম্যাগাজিনে প্রকাশিত প্রথম কবিতার নাম ‘নীরব বৃক্ষ ‘।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*