দৃষ্টিপথে অন্যপক্ষ
-গণেশ পাল
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
দৃষ্টিপথে যাকে দেখলে চোখ জুড়ায়
বিলাসী আকাশে
তিথি-নক্ষত্রে তার অবস্থান ।
সামান্যমাত্র শব্দের ব্যাখ্যা
পৃথিবীর ঢাল বেয়ে অবিচ্ছন্ন —-
তথাপি ধারা রীতি ব্যবস্থায়
কারা যেন নিশাচর ।
বিরোধহীন অনুতাপ
প্রমাণ করে ফিরতে চাই
প্রভাতের চাঞ্চল্যে ।
মধ্যরাতের নিশ্চিত বাজিমাত
তাই পূর্ণিমা – অমাবস্যা
নাকি অন্যপক্ষ ?
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি :
কবি গণেশ পাল
পিতা মৃত রাধা গোবিন্দ পাল
মাতা মৃত উর্ম্মিলা রানী পাল
জন্ম ও জন্মস্থান : ১৯৫০ সালের ০২ জুলাই
বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় জন্মগ্রহণ করেছি । শিক্ষা : ১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাস করেছি । কর্মজীবন : ১০৭৪ সালে
বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি । লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি । আমার
লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি। তাহলো — ১ টি কাব্যগ্রন্থ , ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস । প্রকাশিত যৌথকাব্যগ্রন্থ মোট দশটি ।অনেক পাণ্ডুলিপি অপ্রকাশিত রয়েছে ।