স্বাধীন দেশের গর্ব
-বিজয়া মিশ্র
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
গেরুয়া-সাদা-সবুজ মধ্যে নীল চক্র
জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক
ত্যাগ-শান্তি-তারুণ্য সাথে প্রগতি
উর্দ্ধ আকাশে উড়ছে কী নির্ভীক!
গর্বে বুক ভরে পতাকা উত্তোলনে
জাতির গরিমা জড়িয়ে সংস্কৃতিতে
আবাল-বৃদ্ধ-বনিতা কী আপ্লুত
একসুরে মাতি জাতীয় সঙ্গীতে ।
অনেক বিবর্তন হয়েছে পতাকায়
বদল হয়েছে কিছুটা সজ্জায় ও রঙে
পিঙ্গলী ভেঙ্কাইয়া এর রূপকার
তেমনই সৃষ্ট স্বাধীনতা অনুষঙ্গে।
শহীদ স্মরণে পুষ্পাঞ্জলী অর্পণে
পতাকার নিচে অবনত শ্রদ্ধায়
মরমে জাগে ভাবাবেগের ঢেউ
বোঝানো যায় না কোন পরিভাষায়।
বহু বীরের রক্ত স্নাত এ স্বাধীনতা
যেদিন ভারতমাতা হলেন মুক্ত
উত্তোলিত হল সেই দিন প্রথম
মোদের সংস্কৃতি ত্রিবর্ণ রঞ্জিত।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
আমি বিজয়া মিশ্র। পূর্ব মেদিনীপুর জেলার গ্ৰাম্য আবহে জন্ম,পরিবেশের মুক্ত হাওয়ায় লালিত।বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছ।প্রাত্যহিক জীবনযাত্রাই আমার কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।