প্রাতঃভ্রমণ

-পুষ্পিকা সমাদ্দার

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

ঊষার রবি পূর্বদিগন্তে ঐ

লোহিত বর্ণধারণ করে,

আলোর কিরণে ধরণী চঞ্চল

মনে হরষ ভরে।

শেষরাত্রির সব ক্লান্তি

নিমিষে গেলো দূরে,

চনমনে হৃদয় বাহির পানে যায়

প্রভাতফেরির সুরে।

চঞ্চলচিত্তে বসন জড়িয়ে

গুটিগুটি পায়ে দ্বার খুলে,

বেড়িয়ে এলো কত মানুষ

প্রাতঃভ্রমণের তরে দু-হাত তুলে।

ভোরের বাতাস লাগলে গায়ে

মন ও মেজাজ ভালো রয়,

প্রভাতকালে হাঁটলে পরে

সকল রোগ সেরে যায়।

দূরন্ত পায়ে হাঁটতে হবে

ঘাম যেন গা হতে ঝরে,

মনিং ওয়াক আজ থেকেই

শুরু করে বলোনা করব সেটা

আরও পরে।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি —

আমি পুষ্পিকা সমাদ্দার সামান‍্য গৃহবধূ কলকাতার নাকতলা নিবাসী,সাহিত্য পছন্দ করি তাই কাজের ফাঁকে কলম হাতে মনের অব‍্যক্ত কথা লেখনী মাধ‍্যমে প্রকাশ করি, শৈশব কেটেছে ডুয়ার্সের মালবাজার অঞ্চলে, ওখানে স্কুল,কলেজ তারপর দীর্ঘ ১৫ বছর বিবাহ সূত্রে কলকাতায় বাস। বর্তমানে ছোট্ট একটা প্রতিষ্ঠানের সাথে নিযুক্ত হয়ে সমাজ সেবামূলক কাজ কর্ম করে চলছি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*