গন্তব্য সবার একটাই

-পীতবাস মণ্ডল

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

ভাবনা যার যাই থাকুক মনে মনে

আবদ্ধ সবাই এক নিগূঢ় সত্যের শৃঙ্খলে ,

যতই মহান কিংবা নিঃস্বপ্রাণ হও না কেন

সকল হিঁসাব নিকাশ বিচার্য অন্তিমের জ্বলা অনলে ।

মিছেই আমিত্বের দরকষাকষি

অর্থহীন তদারকি আজীবন সৌখিন অভিলাষ ,

নিজ দেহটাও হবে না সঙ্গের সাথী

শ্মশানে বিলীন হবে ষষ্ট কুঠুরির সুখের বাতাস ।

যত্নে গড়া সাধের সংসার খানি হবে

মিথ্যা আলেয়ার মায়াবী ছলনার তিতিক্ষা ,

চেনা পৃথিবী অচেনা সংকেতে হবে বিলুপ্ত

আপন ইচ্ছেরাও অবলিলায় করবে উপেক্ষা ।

সুখের পিপাসু হয়ে বৃথাই আকাঙ্খা

অহেতুক অহমিকার মিছে আয়োজন ,

দুর্লভ জীবনটা নয় নেশাতুর অপচয়ের আলেখ্য

একদিন ঠিক ফুরিয়ে যাবে সকল প্রয়োজন ।

অভিমান গলে যাবে অন্তিম অনুশোচনার উত্তাপে

অনুতাপ গিলে খাবে উত্তর না মেলা অংকটাই ,

আঁখিজল নিরবে কুড়োবে বেদনা

মনে রেখো সেদিন গন্তব্য সবার একটাই ।

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি –

নাম পীতবাস মণ্ডল । উত্তর ২৪ পরগনা জেলার প্রত্যন্ত গ্ৰামে জন্ম , পেশায় দরিদ্র দিনমজুর। পাঠকের সহানুভূতি পেতে কিঞ্চত প্রয়াস।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*