শেয়ার
-হুমায়ূন কবির কল্লোল
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
প্রিয় পাঠকের উৎসাহ,
আমাকে উৎসাহিত করে,
নতুন নতুন সৃষ্টিতে।
আনন্দ দোলায় দোলে এই মন,
আমার হৃদয়টা ভেজে,
সে এক সুখের বৃষ্টিতে।
আমার এই লেখাগুলি,
পড়ে শুনে বুঝে,
যদি ভাল লাগে আপনার।
কৃপনতা না করে,
ভালো কে জানাতে,
দয়াকরে দিবেন শেয়ার।
আমার এ প্রতিভার,
মিলবে সুবর্ন সুযোগ,
এই বিশ্ববাসীর দেখার।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
সাতক্ষীরা জেলার, তালা থানার, মুড়াগাছা গ্রামের,মৃত আব্দুল কাদের সরদার এর প্রথম পুত্র,মা- হাছনা হেনা বেগোম। কবি একজন কৃষক,ব্যবসায়ি,ও ক্ষুদ্র খামারি।কর্ম ব্যস্ত জীবনের ক্ষনে, অবসরে প্রতিভার প্রকাশ ঘটায়।কবি-প্রকৃতি,পরিবেশ,সমাজ,ধর্ম,বাস্তবতা থেকে।মনকে প্রভাবিত করলেই,নতুন সৃষ্টিতে মেতে ওঠে। কবি- মালএশিয়া ও ভারত ভ্রমন করেছে।আরো অনেক ভ্রমনের ইচ্ছে।