পাশে থেকো

-সিরাজুল ইসলাম মোল্লা

≈≈≈≈≈≈≈≈≈≈≈

সপে দিলাম তোমার মাঝে আমার মন প্রাণ,

পাশে থেকো নিঃশ্বাসে বিশ্বাসে, কর না ম্লান।

ভাগ্যের শিকার পথহারা দুজনেই রক্তক্ষরণ,

প্রয়োজনে মনে মননে একসূত্রে গাঁথা দুজন।

তমসার আঁধারে উভয়ে সহযাত্রী চির যাত্রার,

ধরে রেখো হাত দু”টি চিরতর বাঁধনে থাকার।

অশ্রু সজল চোখ, একটু হাসি কষ্ট লুকাবার,

পাশাপাশি বসে করতে স্মৃতিচারণ স্বপ্নাশার।

মন প্রাণ বিনিময় বাঁচার অবলম্বন হয়ে এলে,

আমরণ নিঃসঙ্গ নিরাশার আলো হয়ে জ্বলে।

সৃষ্ট বিধি মতে কুল ভাঙা কূল হতে নতুন চর,

হয়েছে এমন কি, মন গড়েছে দোসরে বাসর!

বিদূষিত সমাজ দেয় কি কিছু খুঁজে ক্ষত ইস্যু,

সাথিহারা সর্বহারা নিঃসঙ্গতা যে পতিত টিস্যু।

নয় শুধুই মিলনের সাধনা, শুশ্রূষার প্রয়োজন,

ভাঙা ঘরে ভাঙা দুটি মনে বিনে সুতোর বন্ধন।

দিলাম ভালবাসা শাশ্বত সঙ্গী হয়েই বন্ধু হবার,

ঘুম ভাঙ্গা আধোরাতে স্বপন লয়ে কথা বলার।

পাশে থেকো জীবনে গল্পগুচ্ছ করতে শেয়ার,

দুঃখসব ভুলে চেতনা প্রেরণা বাকিপথ চলার।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাস পুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*