বাঁচবি নতুন করে
-সুজিত শর্মা বিশ্বাস
♦♦♦♦♦♦♦♦♦♦♦
নয় বেশি দিন আগে
গল্প কথা ঠাট্টা হাসি
ছিল জীবন বাগে,
কোথায় গেলো আজি
কোথায় গেলো সমাজ জীবন ?
ব্যস্ত সবাই কাজী।
রয় মুঠোফোন হাতে
কারোর মুখে নাই কোনো রব
ব্যস্ত সবাই তাতে।
কী এতো কাজ করে ?
ঠাট্টা হাসি গল্প কথা
গুমড়ে মরে ঘরে।
কেউ দেখে না কারে
মুঠো ফোনে রয় তাকিয়ে
ব্যস্ত কাজের ভারে।
কী কপালে আছে ?
ঘোর বিপদে মানব জীবন
শেষের দিনের কাছে।
আসলো সময় ওরে
চল ফিরে চল সেদিন গুলোয়
আবার নতুন করে।
বাঁচবি আবার সবে
হালকা হাসি গল্প কথা
আসবে ফিরে যবে।
♦♦♦♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
আমি সুজিত শর্মা বিশ্বাস। পেনশনভোগী কর্মচারী। বাড়ি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ।