রক্তিম সূর্য
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞∞∞
এই নীল গ্রহ ঘুরছে সদা রবির চারিদিকে,
ঋতুচক্রে দিন বদলাচ্ছে, স্মৃতি হচ্ছে ফিকে।
সেই স্মৃতিকে সবাই খোঁজে, অবসর যেই মেলে,
জন্মদিনে শুভক্ষণে সবাই থাকে তালে।
কিন্তু স্মৃতির আয়না খানি পরিষ্কার রাখা চায়,
কবি শিল্পী আর সাহিত্যিক সেই কাজে ব্রতী হয়।
মোনালিসা তাই হারিয়ে যায় না কোন কালে,
গান কবিতা শিল্পকলা সব আছে সেই দলে।
রাজা রাজরার কীর্তিকলাপ বহু শিল্পী আঁকে,
শ্রমজীবী শ্রেণীর কথা আছে ইঁটের ফাঁকে।
প্রভাবশালী যারা তারা তো সমাজের মাথা,
রোদ বৃষ্টিতে কারা ধরে তাদের মাথায় ছাতা?
বাধাবিঘ্ন অনেক ছিল, যারা তা সরালো,
তারা এখন গুরুত্বহীন দয়ার পাত্র হলো।
ধনিক শ্রেণী, বুদ্ধিমানরা শুধু তো ভোগকারী,
কোটি কোটি নরের শ্রমে হয় খুব অহংকারী।
সেইসব নরের স্বাধীনতায় আঘাত হানে তারা,
অথচ এই স্বাধীনতা পায় নাই তাদের ছাড়া।
তাদের সেইসব রক্তক্ষয়ী লড়াই তো ভুলার নয়,
সূর্য তাইতো সকাল সন্ধ্যায় বড্ড রক্তিম দেখায়।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশি।