নারী আটকায়
-পলাশ বরণ দাশ
∼∼∼∼∼∼∼∼∼∼
কোন কালেই নারীর মন
বুঝতে পারেনি কেউ
বুঝতে গিয়ে কবির মনে
বইছে বিরহ ঢেউ।
প্রেমের বাঁধনে এই জগতে
নারী হলো প্রকৃতি
হৃদয় হয়ে পুরুষের জন্য
নিয়েছে নারী আকৃতি।
কৌশল করে নারীর মন
সহজে কেউ পাইনা
পবিত্র পুরুষ পেলে নারী
ধন দৌলত চাইনা।
নারীর হৃদয়ে ব্যথা দিলে
পুরুষের ঘাড় মটকায়
পবিত্র প্রেমের ছোঁয়া পেলে
তাতে নারী আটকায়।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
পলাশ বরণ দাশ, কবি ও শিক্ষক, মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। নবীন ও প্রবীণ লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিকতার সাথে উৎসাহ প্রদান করেন।