একটি জোনাক পোকা

-সিরাজুল ইসলাম মোল্লা

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

প্রতিদিন একটি জোনাক পোকা সন্ধ্যার পরে,

আসে ঘরের ভিতরে উড়ে নিজের মতো করে।

ঘণ্টা কয়েক ধরে এ কক্ষ ও কক্ষ ঘুরে মন্থরে,

যায় হারিয়ে আঁধারে নিজেই দূর হতে বহুদূরে।

বাহিরে জোনাক জ্বলে পুকুর ধারে বাঁশঝাড়ে,

জোনাকি আলো আঁধারে পূর্ণিমা ঢাকা পাড়ে।

শনশন পবন বহে দক্ষিণা জানালা দিয়ে ঘরে,

ভীরু মন খোঁজে কারণ, কেন আসে মম ঘরে?

চারধারে ঘুরে ক্লান্ত হয়ে বসে মশারির উপরে,

মিটমিট আলো, কি কইতে চায় সে রূপ ধরে!

মশারি হতে বাহির হয়ে এলে পরে গায়ে বসে,

ভালোবাসা বিনিময় করে ভালোলাগা পরশে।

আবেগ নিয়ে কত কিছু বলি, কত কিছু ভাবি,

কে তুই? কোথা হতে এলি, কোথা চলে যাবি?

কেন প্রতিদিন আশার আলোয় মায়া ছড়িয়ে,

আসিস রে তুই আঁধার ঘরে আলো জ্বালিয়ে।

জোনাক জোনাক আলোয় আলোয় স্নাত মন,

এক নৈসর্গিক অবগাহনে আজ সুরেলা ভুবন।

জানি আলমারি-টেবিল সবই চির চেনা জানা,

ত্বরা কেন নিত্য সারথি, আরেকটু বসে যা না!

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি-

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাস পুর-১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*