বিজ্ঞানের বীরবিক্রম
-বিজয়া মিশ্র
≅≅≅≅≅≅≅≅≅≅≅
চন্দ্রপৃষ্ঠে ছুটছে এখন ভারতের প্রজ্ঞান
দক্ষিণ মেরুর দুর্গম অঞ্চলে
তাপমাত্রা মাইনাস দুশো তিরিশ ডিগ্ৰী
সেথা প্রজ্ঞান হাঁটছে সৌরশক্তি বলে।
বাইশে আগষ্ট চাঁদে রাত শেষ হয়েছে
ল্যন্ডার বিক্রমের অবতরণ হয়েছে তেইশে
সূর্যের আলো মিলবে এখন চোদ্দদিন
খোঁজ চলছে নানা যন্ত্রের নির্দেশে।
‘বিশ্ব মহাকাশ দিবস’ ঘোষিত হল
প্রতি আগষ্টের তেইশে পালিত হবে,
‘শিবশক্তি পয়েন্ট’ ঘোষিত হয়েছে
বিক্রম পা রেখেছে যেথায় সরবে।
বাদ পড়েনি দ্বিতীয় চন্দ্রযানের চেষ্টা
তৃতীয় যানের সেই পথ অনুসরণ
দ্বিতীয় যানের থেমে যাওয়া সেই পয়েন্ট
‘তিরঙ্গা’অভিধায় হল নামকরণ।
বিক্রম খুলবে রহস্যের যত সূত্র
খুঁজবে জল ও মূল্যবান খনিজ ধাতু
মানব কল্যাণে প্রয়োজনীয় উপাদান
চাঁদে সঙ্গে দেশের গড়বে সেতু।
প্রতিমুহূর্তে ঘটে যেতে পারে বিপ্লব
দেশবাসী আর বিজ্ঞান অপেক্ষায়
বিশ্ব তাকিয়ে ভারতের চালিকা শক্তিতে
জয়জয়কার ঘটবে অবলীলায়।
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
আমি বিজয়া মিশ্র। পূর্ব মেদিনীপুর জেলার গ্ৰাম্য আবহে জন্ম,পরিবেশের মুক্ত হাওয়ায় লালিত।বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছ।প্রাত্যহিক জীবনযাত্রাই আমার কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।