অবিনশ্বর মুজিব

-মীর সেকান্দার আলী খোকা

≈≈≈≈≈≈≈≈≈≈≈

আজ শোকাবহ ১৫ই আগস্ট

জাতীয় শোক দিবস

এমন নৃশংসতা পৃথিবীর ইতিহাসে বিরল,

বিরল বিরান ভুমি ৭৫

কাঁদো বাঙালি কাঁদো, কাঁদো বাংলাদেশ কাঁদো

আজ শোকাবহ জাতীয় শোক দিবস।

কেন এ’ নৃশংসতা কেন এ’ নিষ্ঠুর হত্যাকাণ্ড

সদ্য স্বাধীন শিশু দেশ এই বাংলা

তখনও একাত্তরের তাজা রক্তের ঘ্রাণ

নাকে বাজে

কানে ধ্বনিত হয় অসহায় লাখো

মা, ভাই, বোনের আত্মচিৎকার

রক্তের দাগ গ্রামের মেঠো পথ থেকে

রাজপথে তখনও প্রবাহমান

শকুন নেকড়েরা মুজিবের দেশ ছেড়েছে

এমন আশা বেঁধে স্বাধীনতার উল্লাসে

মেতে থাকা বাঙালি, পিতা মুজিবের নেতৃত্বে

দেশ গড়তে জেগে উঠেছে সবে

কোথায় যেন একটি আড়াল, আধারের বাস

শকুন নেকড়েরা চলে গেছে

রেখে গেছে অবিশ্বাসী হিংস্র হায়নার দল

যা এখনও বিদ্যমান।

রাজাকার মীরজাফর ওদেরও ভালবাসতেন

পিতা

তাই সাধারণ ক্ষমা এনেছিলেন

পিতা মুজিবের উদারতায় দুর্বলতা খুঁজেছে রাজাকার, মীরজাফর ও

পিতা মুজিবের কোলে ঘাপটি মেরে বসে থাকা হয়নার দল।

প্রকাশ্যে থাকা রাজাকার মীরজাফর

চেনা যেত সহজেই

চেনা যেত না পিতা মুজিবের উদারতায় ভালোবাসায়

ঘাপটি মেরে বসে থাকা হায়নার দল।

ধীরে ধীরে কালো পায়ে এগিয়ে আসে

কালো হাত কালরাত শোকাবহ ১৫ই আগস্ট।

ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গর্জে উঠলো ইস্টেনগান মেশিনগান

ঘাতকের নির্মম বুলেটে ঝাঁঝরা হলো পিতার বক্ষপিঞ্জর

ঝাঁঝরা হল অনেক মমতায় বাঙালি জাতিকে লালনকারী

বঙ্গ জননী শেখ ফজিলাতুন নেছা

ঝাঁঝরা হল জামাল, কামাল, রোজী এদেরও পূর্বে ঝাঁঝরা হয়েছে

সেরনিয়াবাত

সর্বশেষ জঘন্য থেকে জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার হল শিশু রাসেল

নারী হত্যা শিশু হত্যা এর মামলা হয়েছে কি কখনও?

মুজিব হত্যাকাণ্ডের সাথে শেষ হয়ে গেল

বাঙালি জাতীয়তাবাদী জাগরণ, শেষ হয়ে গেল

মুক্তি যুদ্ধের মূলস্তম্ভ , এলাম জয় বাংলা ছেড়ে জিন্দাবাদে

কে এই নশ্বর জিন্দাবাদ প্রবর্তনকারী?

ধিক তাকে ধিক।

এই জিন্দাবাদ কালের কালীমায় ডুবিয়ে দিল

জয় বাংলাকে

জাতিকে বিভক্ত করে ঠেলে দিল শীতল সু’দূর গৃহযুদ্ধে

যা চলমান, চলবে বহুকাল।

ভু’লুণ্ঠিত হলো নিয়ম-মুক্তিযুদ্ধের মূলমন্ত্র।

বঙ্গবন্ধুর হত্যাকারীরা পুরষ্কৃত হলো, হলো রাষ্ট্রদূত

হলো হাই-কমিশনার।

আশ্বাসে বাঁধলো বুক হায়নারা

কালো আইনে মুজিব হত্যার বিচার নিষিদ্ধ হলো

জিন্দাবাদ নাক উঁচিয়ে মসনদের ঘ্রাণ পেতে ব্যস্ত,

ব্যস্ত পেতে রাজ মুকুট।

হাইরে নফর হায়রে জিন্দাবাদ

সাড়ে সাত কোটি মানুষের দেবতার নিথর দেহ পড়ে আছে ধুলাই

আর তুমি ব্যস্ত শিরে পেতে রাজ মুকুট।

ভেবোনা নফরের পাতা থেকে কেটে যাবে নাম,

সাগর কখনও নদীতে মেশে না, নদী কখনও খালে মেশে না,

খাল ও নদী মেশে সাগরের মোহনায়

ওরা নশ্বর, অবিনশ্বর মুজিব, বিশ্বমঞ্চে ও বাঙালির জয় বাংলায়।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবিতাটির সৃষ্টিকাল-১০-০৮-২০২৩ ইং

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

মীর সেকান্দার আলী খোকা(প্লাটুন কমান্ডার) ১ নং আনসার ব্যাটালিয়ন,ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*