খেতাব জাতীয় কবি
-মোঃ রজব আলী
∞∞∞∞∞∞∞
কবি নজরুল কাব্যের ফুল
বাঙালির প্রাণ তুমি,
মসির ঠেলায় বিদেশি পালায়
রক্ষা করলে ভূমি।
দেশের জন্য ছিলে যে হন্য
কাব্যে প্রমাণ মিলে,
বিদেশি তাড়াতে বঙ্গ ছাড়াতে
কঠিন ভূমিকা নিলে।
বিদ্রোহী নামেতে বঙ্গ ধামেতে
নামটি তোমার আছে,
শহরে নগরে শোকের সাগরে
তোমার জীবন বাঁচে।
তোমাকে ধরিয়া বন্ধি করিয়া
ঢুকালো পাকির জেলে,
পাকির জেলেতে কঠিন শেলেতে
অনেক কষ্ট পেলে।
জীবনের শেষে আমাদের দেশে
খেতাব জাতীয় কবি,
শ্রদ্ধায় স্মরি সম্মান করি
দেখিয়া তোমার ছবি।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
মোঃ রজব আলী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টিলা গাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মোঃ শুকুর আলী মোড়ল এবং মাতার নাম মোছাঃ সুবেতারা বেগম। তিনি ১৯৫৭ সালে ৫ই ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি টিলা গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে টেংরা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী শেষ করে দর্গা পাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি দেওয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন করছিলেন। হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে জেনারেল ওসমানী হাসপাতালে তিন মাস ভর্তি ছিলেন। ভালো হওয়ার পর জানতে পালেন। ডাক্তার সাহেব নাকি নিশেধ করছেন। লেখা পড়া করলে মাথায় চাপ পড়লে আবার এ রোগ দেখা দিতে পারে।এর পর এখানেই শিক্ষা জীবন সমাপ্ত।