বাংলার ছবি আঁকে
-কাজী সেলিনা মমতাজ শেলী
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
ওরা বাংলার গান ভালোবাসে আর বাংলার ছবি আঁকে,
ওরা যেন এ বাংলার ছবি রেখেছে, হৃদয়ের বাঁকে বাঁকে।
আঁধার এসেছে সন্ধ্যার দুয়ারে, চাঁদও আসবে আকাশে,
তবে অভিমানী ফাগুন আজ আসেনি, এ লাল পলাশে।
মিথ্যা হারিয়ে যাক শুধু সত্য থাক এ মনের ব্যাকুলতায়,
ভোরের রবির মতো তেজোপ্রদীপ্ত আলো ভালোবাসায়।
সত্য আর সাধনা কখনো যায় না ওই মিথ্যার ভীরুদলে,
সত্যের তেজোপ্রদীপ্ত মন, সব সময় থাকে ওই শতদলে।
দুঃখ বেদনা আছে, তবু থাক এ অন্তরে সততার নেশা,
মেঘনা কূলের ওই বীর শেফালি, খোঁজে জ্ঞানের তৃষা।
বাতাসের সাথে পাখিরা ওড়ে যায়, ওই ঘন অরণ্যে,
ওই বনে পলাশ লাল হয়েছে, শুধু ফাগুনের জন্যে।
আকাশের ভাঁজে ভাঁজে মেঘ, তবু নীল জোছনা চাঁদে,
সম্মুখে যেন মহাসঙ্কট এই চাঁদ পড়েছে মেঘের ফাঁদে।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
পাইকগাছা খুলনা বাংলাদেশ