ভুল বুঝোনা আমারে

-পীতবাস মণ্ডল

≅≅≅≅≅≅≅≅≅≅≅

রূপকথার গল্প হয়ে ভালোই ছিলে তুমি

তোমার কদরে তবু ছিল সমীহের আগ্ৰহ ,

সহসা ছুঁয়ে দিতে দিলে কেন রূপের নাগাল ।

ধরা দিলে অনায়াসে মানবের বাহুডোরে

কোন সুখে হারালে প্রসংশার আভিজাত্য ,

দেখো , এমন উদারতায় হতে না হয় নাজেহাল ।

আপন মনের মাধুরী দিয়েছো বিকিয়ে

সহমর্মিতা যা ছিল দিয়েছো ঢেলে অগলদে ,

সেভাবে পাবে কি আর আদরের সমমর্যাদা !

আগল খুলে দিয়েছো স্বযত্নে রাখা সর্বস্ব

কিছু জানাতে রাখোনি বাকি অবশিষ্ট ,

রাখতে পারবে কি ধরে রূপের জৌলুস সর্বদা !

ভুলে যেও অবজ্ঞার অভিমানী মুহূর্ত

অকারণে যদি একটিবার ঘটে অবমাননা ,

তবে জেনো সখ্যতার নিদারুণ পরিণতি ।

তুমি ছিলে সুন্দর তাই ভয় হয় সহসা

নিরীহ চাঁদ তোমার স্নিগ্ধতা না হয় মলীন ,

অতিথির আতিথ্যে হইও না নিঃস্ব রইলো মিনতি ।

আগন্তুকের ইচ্ছে পূরণে তুমি উদার জানি

মুগ্ধতার ঔরসে দানশীলা দয়াবতী ,

টইটম্বুর মনোলোভা সৌন্দর্য তোমার দুয়ারে ।

বড় ভালবাসি যে , তাই বেদনা উপলব্ধ

তোমার ভাবনায় ভীষণ উৎকন্ঠায় আবেগী অন্তর ,

যেন অকারণে ভুল বুঝোনা আমারে ।

≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি –

নাম – পীতবাস মণ্ডল । পেশায় সাধারণ কর্মজীবী । সুন্দর বন অঞ্চলের প্রত্যন্ত গ্রাম-যোগেশ গঞ্জ নিবাস । পাঠকের ভাবনাই লেখার আগ্ৰহ বাড়ায় ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*