টুপটুপির মা

-শ্রী স্বপন কুমার দাস

≅≅≅≅≅≅≅≅≅≅≅

কোথায় গেলে টুপটুপির মা

বাইরে একটু এসো,

সাঁঝের বেলা চাঁদের কেমন

রূপ বর্ণছটা দেখো।

প্রজ্ঞান ভাই চাঁদের দেশেতে

হাঁটছে কেমন শেখো,

আজ নয় কাল হবেই যেতে

এইটুকু মনে রেখো।

ইসরো শিক্ষা গবেষণাগারে

ভারতের বৈজ্ঞানিক,

মহাকাশ ভ্রমনে অদ্বিতীয়

এক একটি মানিক।

ইসরোর হাতে হাত মিলিয়ে

চাঁদের দেশে হাঁটবো,

লক্ষকোটি বয়সের বুড়ির

চরকা কাটা দেখবো।

চাঁদের চারদিক ঘুরে ঘুরে

আনন্দ করে আসবো,

চাঁদের হাটে চকমকি রত্ন

কিনে কিছু আনবো।

স্বপ্ন দেখা সত্যি হল যে আজ

বিশ্ব এবার কাঁপবে,

জগৎ সভায় ভারতবর্ষ

শ্রেষ্ঠ আসনে বসবে।

≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি=

কবি= শ্রী স্বপন কুমার দাস, পিতামাতা-সন্তোষ কুমার দাস/কল্যাণী দেবী ফেসবুক জগতে কবিরত্ন ও সাহিত্য গৌরব পুরস্কার প্রাপ্ত। কবি ১৯৭৮ সাল থেকে সুবর্ণরেখা পত্রিকার হাত ধরে কবিতা চর্চা শুরু করেন উনার বহু কবিতা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে প্রকাশ হয়েছে ও আগামী পূজোর মধ্যেই আরো অনেক পত্রিকাতে ওনার লেখা প্রকাশ হওয়ার অপেক্ষায় আছে।

কবির জন্ম = ১৬/০৪/১৯৬২ সালে অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর গ্রামে, বর্তমান ঝাড়গ্রাম জেলায় গোপীবল্লভপুর মহকুমাতে অবস্থান।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*